Robibar by Rabindra Nath Tagore

 Som mongol budh era sob
Ase taratri,
Eder ghore ache buji
Mosto hawa-gari?
Robibar se keno, maa go,
Emon deri kore?
Dhire dhire pouchay se
Sokol bar er pore.
Akash-pare tar bariti
Dur ki sobar cheye?
Se buji maa tomar moto
Gorib-ghorer meye?

Som mongol budh er kheyal
Thakbar i jonnei,
Bari-ferar dik e oder
Ektuo mon nei.
Robibar k ke j emon
Bishom tara kore
Ghontha gulo bajay jeno
Aadh ghontar pore.
Akash-pare barite tar
Kaj ache sob-cheye?
Se buji ma tomar  moto 
Gorib ghorer meye?

Som mongol budh er jeno
Mukh gulo sob hari
Choto cheler songe tader
Bishom ara-ari
Kintu sonir rat er sese
Jemni uti jege,
Robibar er muk e deki
Hashi i ache lege.
Jabar belay jay se kede
Moder mukh e cheye.
Se buji, maa, tomar moto
Gorib ghorer meye? 


want to listen to this poem? Click in the video:



Book By Rabindra Nath


রবিবার 


সোম মঙ্গল বুধ এরা সব 
আসে তাড়াতাড়ি ,
এদের ঘরে আছে বুঝি 
মস্ত হাওয়া - গাড়ি ?
রবিবার সে কেন, মা গো,
এমন দেরি করে,
ধীরে ধীরে পৌঁছায় সে 
সকল বারের পরে। 
আকাশ-পারে তার বাড়িটি 
দূর কি সবার চেয়ে ?
সে বুঝি মা তোমার মতো 
গরিব-ঘরের মেয়ে ?

সোম মঙ্গল বুধের খেয়াল  
থাকবারই জন্যেই ,
বাড়ি ফেরার দিকে ওদের ,
একটুও মন নেই। 
রবিবারকে কে যে এমন 
বিষম তাড়া করে ,
ঘন্টাগুলো বজায় যেন 
আধ ঘন্টার পরে। 
আকাশ-পারে বাড়িতে তার 
কাজ আছে সব-চেয়ে ?
সে বুঝি মা তোমার মতো 
গরিব-ঘরের মেয়ে ?

সোম মঙ্গল বুধের যেন 
মুখ গুলো সব হাঁড়ি 
ছোট ছেলের সঙ্গে তাদের 
বিষম আড়াআড়ি। 
কিন্তু সনির রাতের শেষে 
যেমনি উটি জেগে ?
রবিবারের মুখে দেখি  
হাসিই আছে লেগে। 
যাবার বেলায় যায় সে কেঁদে 
মোদের মুখে চেয়ে। 
সে বুঝি, মা, তোমার মতো 
গরিব-ঘরের মেয়ে ?

Comments