Atrimunir ashroe Ram, Lokkon o Sita

অত্রিমুনির আশ্রমে রাম, লক্ষণ সীতা



কতদূর যান তাঁরা করি পরিশ্রম |
সম্মুখে দেখেন অত্রি মুনির আশ্রম ||

প্রবেশিয়া তিন জন পুণ্য তপোবন |

বন্দনা করেন অত্রি মুনির চরণ ||

রামে দেখি মুনিবর উঠিয়া যতনে |

পাদ্য অর্ঘ্য দিয়া বসাইলেন আসনে ||

আপনার পত্নি ঠাঁই সমর্পিলা সীতা |

পালন করহ যেন আপন দুহিতা ||

দেখি মুনিপত্নিকে ভাবেন মনে সীতা |

মূর্ত্তিমতি করুণা কি শ্রদ্ধা উপস্থিতা ||
শুক্লবস্ত্র পরিধানা শুক্ল সর্ব্ববেশ |
  
করিতে করিতে তপ পাকিয়াছে কেশ ||
তপস্যা করিয়া মূর্ত্তি ধরেন তপস্যা |
জ্ঞান হয় গায়ত্রী কি সবার নমস্যা ||
কৃতাঞ্জলি নমস্কার করিলেন সীতা |
আশীর্ব্বাদ করিলেন অত্রির বনিতা ||
মুনিপত্নী বসাইয়া সম্মুখে সীতারে |
কহেন মধুর বাক্য প্রফুল্ল অন্তরে ||
রাজকুলে জন্মিয়া পড়িলা রাজকুলে |
দুই কুলে উজ্জ্বল করিলা গুণে শীলে ||
এসব সম্পদ ছাড়ি পতিসঙ্গে যায় |
হেন স্ত্রী পাইলা রাম বহু তপস্যায় ||

Listen to the recitation:


জানকী বলেন দেবী কর অবধান |
আমার জন্মের কথা অপূর্ব্ব আখ্যান ||
একদিন রাজর্ষি জনক যবে ক্ষেতে |
উঠিল আমার তনু লাঙ্গল চষিতে ||
এই ভাবে হয় মম জন্ম মহীতলে |
লাঙ্গল ছাড়িয়া রাজা মোরে নিল কোলে ||
নিজ কন্যা বলি রাজা মনে অনুমানি |
হেনকালে আকাশে হইল দৈববাণী ||
দেবগণে ডাকি বলে জনক ভূপতি |
গ্রহণ করহ এই কন্যা রূপবতী ||
পাইয়াছ তুমি এই তোমার দুহিতা |
লাঙ্গলের মুখে জন্ম নাম রাখ সীতা || 

Comments