Haat By JatindraMohan SenGupta

দূরে দূরে গ্রাম দশ বারোখানি , মাঝে একখানি হাট 
সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট।
বেচাকেনা সেরে বিকেলবেলায় যে যার ঘরে ঘরে ফিরে যায়
বকের পাখায় আলোক লোকায় ছাড়িয়া পূবের মাঠ 
দূরে দূরে গ্রামে জ্বলে উঠে দ্বীপ আঁধারেতে থাকে হাট। 
নিশা নামে দূরে শ্রেণিহারা এক ক্লান্ত কাকের ডাকে  
নদীর বাতাস ছাড়ে নিঃস্বাস পার সে পাকুড় শাঁখে 

Listen to the audio:



হাটের দুচালা মুদিল নয়ান কারো তরে তার নাই আহবান 
বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি জীর্ণ বাঁশের ফাঁকে 
নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে। 
দিবসেতে সেথা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে 
কত কে আসিল কত বা আসিছে কত বা আসিবে হেথা 
ওপারের লোক নামলে পশরা ছুটে এপারের ক্রেতা।

Shop at law badget:

শিশির বিমল প্রভাতের ফল শতহাতে সহি পরখের ছল 
বিকালবেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা। 
হিসাব নাইরে এলো আর গেলো কত ক্রেতা বিক্রেতা 
নুতন করিয়া বসা আর ভাঙা পুরানো হাটের মেলা 
দিবসরাত্রি নুতন যাত্রি নিত্য নাটের খেলা। 
খোলা আছে হাট মুক্ত বাতাশে বাধা নাই ওগো যে যায় সে আসে 
কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা 
উদার আকাশে মুক্ত বাতাশে চিরকাল একই খেলা। 

Comments